আত্মবিশ্বাস আপন নিঃশ্বাস
জীবনশক্তি এটাই;
জীবন পথে চলতে গেলে
মূলধন যে সেটাই।


হারিয়ে গেলে সেই মূলধন
থাকবে না আর কিছু;
দেহ নিথর হয়ে পড়ে রবে
ছুটবে না আর পিছু।


এই আত্মবিশ্বাস সাফল্যের
সেই চাবিকাঠি;
তরাই উৎরাই পেরোতে গেলে
লাগে একটা লাঠি।


লাঠি তোমায় নিয়ে যাবে
হাতটা ধরে সাথে;
মাতা পিতা যেমন রাখে হাত
সন্তানের ওই মাথে।


শুভ হোক জীবনের পথ।
এই আত্মবিশ্বাস নিয়ে;
জীবন যুদ্ধে আসবে জয়
সাধন শক্তি দিয়ে।


১৩ই ভাদ্র, ১৪৩০,
ইং ৩১/০৮/২০২৩,
বৃহস্পতিবার বেলা ১২:৫৯। ২১১৭,১৯/৩৬, ০৩/০৯/২০২৩