নতুন বছরের প্রথম দিনে
          প্রাণের কথা বলতে চাই;
দুঃখ-যাতনা সকল ভুলে
    যেন একটুখানি আনন্দ পাই।

আপন পরের বিভেদ ভুলে
এবার থাকব মোরা মিলেমিশে;
হিংসা দ্বেষের জগত থেকে
        পাবই মোরা শান্তির দিশে।

জানি হয়তো কঠিন হবে
           জীবন যুদ্ধে জয় পেতে;
ওই অভিষ্টটা সঠিক হলে
   সোনার ফসল ফলবে খেতে।

সৎ ইচ্ছা থাকলে মনে
    চেতনার আলো পড়বে প্রাণে;
ফুটবে ফুল হৃদয় বনে
     জগৎ ভাসবে তাহার ঘ্রাণে।

সেই আশাতেই হোক না শুরু
          এই নতুন বছরের পথচলা;
আর সবাই মিলে সবার কাছে
            সেই কথাটাই শুধুই বলা।

২৬ ই পৌষ, ২৪২৮,
ইং ০১.০১.২০২২,
শনিবার সকাল ৯টা। ১৫৪৮, ০১-০১-২০২২।