চোখ থাকলেই সব দেখবে
এমনটি তো নয়?
বাইরের দৃষ্টি আর অন্তর্দৃষ্টি,
পার্থক্যটা হেথায়।


বাইরের দৃষ্টি দেখতে পারে,
কাছের জিনিস সব;
আর ঐ অন্তর্দৃষ্টি সুদূরপ্রসারি,
যার নাম তপ।


ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র দৃষ্টি,
বৃহতের এই জগত সৃষ্টি;
অবাক হয়ে চেয়ে থাকি,
দেখে তাঁহার অপার কৃষ্টি।


চোখ থাকতেও অন্ধ মোরা,
দেখতে পাই না সব;
না-দেখাকে দেখতে গিয়ে,
অন্তরে ওঠে কলরব।


১৫ ইং চৈত্র,১৪২৭,
ইং ২৯/০৩/২০২১,
সোমবার মেলা ১২টা। ১২৭২, ৩০/০৩/২০২১।