কেন আজ প্রকৃতি কাঁদে?
      অন্ধকারে বন্ধ করে দ্বার;
কোন আলো নাই হেথা,
       রবিহীন জগৎ জগৎসংসার।


এই দিনে তুমি রবি,
        চলে গেলে সব ছেড়ে;
ছিন্ন করে ধরার বাঁধন,
       মিলিতে অনন্ত অন্ধকারে।


শ্রাবণের ধারা ঝড়ে,
         যেন অবিরাম অশ্রুধার;
আঁখি পল্লব সিক্ত হয়,
        আমাদের তাই বারে বার।


প্রভাতের রবি গেছে অস্তাচলে,
           সিঁদুর আবির বরনে;
আপনজনের বিদায় লগনে,
            হৃদয় শোণিত ক্ষরণে।


স্মরণ করিতে তোমারে,
         আঁধারের বাঁধা মানি নাই;
তোমার পরশ পেতে,
         আজও পরাণে মোরা চাই।


ধন্য আমরা, ধন্য ভাবনা,
              যা রেখে গেছ তুমি;
আজও গৌরবে সৌরভ ছড়ায়,
               মোদের জন্ম ভূমি।

২১শ শ্রাবন,১৪২৩,
ইং ০৬/০৮/২০১৬,
শনিবার, বেলা ১১.৪৫। ৫৪৯ তাং ০৯/০৮/১৮।