শুভ ভাবনার সেই আশিস
নির্মূল হোক বাইশের বিষ।
কণ্ঠ যাদের নীল হল
সবাই দেখো চলেই গেল।


তেইশের থাকুক সেই ভাবনা
কাউকে হারাতে আর দেবোনা।
বাইশ যাবে সব আঁধার নিয়ে
তেইশকে আলোয় মুক্তি দিয়ে।


শুক্ত ভাবনার বিচার বুদ্ধি
জাগ্রত হোক হয়ে শুদ্ধি।
মুক্তি দিক আজ সবারে
শুধুই ভালোবাসায় আপন করে।


শুভ হোক বছর শেষের দিন
হয়তো থাকবে কালের ঋণ।
ঋণ শোধের কত চেষ্টা
শুকায় বুক পায় তেষ্টা।


নতুন বছর কেমন হবে?
শেষ হলেই জানবে সবে।
আবার আসবে নতুন ভাবনা
ভালো-মন্দ কেউ জানে না।


থাকবো সবাই আশায় আশায়
শুধুই মনের সেই ভরসায়।
প্রয়াস সবার করতে হবে
তবেই মানুষ মুক্তি পাবে।


১৪ই পৌষ,১৪২৯,
ইং ৩০/১২/২০২২
শুক্রবার বেলা১২:০৫। ১৮৭৯, ০৬/০১২০২৩।