সাদা কালো এই জীবনটাকে,
    আমিও দেখি এমন করে,
যেন ছন্দবদ্ধ অজানা এক ভায়োলিনের সুর;
কখন কোথায় কবে হারায়,
     কোন সুরের কোন মূর্ছানায়,
যাবে ভেসে আপন মনে অজানা কোন পুর।


কঠিন এই জীবনের গতি,
  বোঝার মত নেই যে মতি,
আজ ভাবি যেমন করে, কাল চলে যায় দূরে;
যে বন্ধুরা ছিল পাশে,
       দিল না তো পথের দিশে,
কবে কোথায় কেমন করে মিলবো এ পথ ঘুরে।


সুরের সাথে তাল মিলিয়ে,
   বাজবে কি সুর ভায়োলিনে?  
মিষ্টি মধুর সেই যে সুর, এপার ছেড়ে পরপারে।
না-হারিয়ে যাব ঐ অজানা পথের মাঝে অন্ধকারে?  


৭ই শ্রাবণ, ১৪২৫,  
ইং ২৪/০৭/২০১৮,
মঙ্গলবার, বিকেল ৪.৫০মিঃ।   ৫৭০ তাং ০১/০৯/২০১৮।