একাকীত্ব জীবনের কঠিন সময়
মুঠোফোনে রেখে চোখ
ফেসবুক, হোয়াটসঅ্যাপ জড়ায়ে ধরেছে
যেন চিনা জোক।


সকাল সন্ধ্যা নাই অবসর
যাই ভুলে খেতে খাবার;
কে এলো? কে গেল? নাই কোন হুস
এটাই কি জীবনে পাবার?


পথে ধায় লোক কানে মুঠোফোন
পাগলের মতো কথা বলে;
গাড়ি এলো কি ট্রেন এলো?
বেহুশ সবাই পথে চলে।


মুঠোফোন কানে গাড়ি চাপা পড়ে
সকাল বিকাল দেখি সংবাদে;
তবুও চেতনা ফেরেনা কাহারও
কি ফল ফলিছে জীবন আবাদে?


জ্ঞান বিজ্ঞানের আধুনিক সমাজ
ধ্বংসের পথে করিছে রাজ;
দেখো অস্ত্রসম্ভার ক্ষমতার দখল
আহারে কি বিকট সাজ।


মানব আত্মা আর  ওই মনুষ্যত্ববোধ
হারায়ে ফেলেছি সব;
পশু আর মানুষের নাই ভেদাভেদ
চারিদিকে শুনি হাহাকার রব।


উন্মাদ সবাই কে কার ভাই?
অর্থ আর ক্ষমতাই বড়;
ইজ্জৎ নিয়ে মা-বোনেরা আজ
ভয়ে সবাই জরসড়ো।


আধুনিকতার এ কোন নগ্ন এরূপ?
সকল বিবেক-বুদ্ধি হারা;
বড় প্রশ্নের সম্মুখে দাঁড়ায় আমরা
বলতো মানুষ কারা?


২৩ শে ফাল্গুন, ১৪৩০,
ইং ০৭/০৩/২০২৪,
বৃহস্পতিবার সকাল ৮:২৭। ২৩০১, ২০/১৩৬, ০৮/০৩/২০২৪।