জীবন দিয়ে শুনতে যে পাই
         বেঁচে থাকতে হবে;
রাজ রাজারা সব কেড়ে নেয়
         দেখছি এই ভবে।

আমাদের বাঁচা ওদের জন্য
         নিজেদের জন্য নয়;
মুক্ত হাওয়ায় উড়ে পাখি
        মোদের লাগে ভয়।

রক্ত দিয়ে শেষ করে যাই
       প্রজার যত দায়;
আমরা যোগাই খাবার ওদের
         ওরা শুধুই খায়।

এমনি করেই চলছি মোরা
        ওই জন্ম-জন্মান্তর;
বাঁচার জন্য চাই চেতনা
          কে দেবে মন্ত্রর?

১৩ই পৌষ, ১৪২৮,
ইং ২৯/১২/২০২১,
বুধবার সকাল ১০:৪৯। ১৫৪৫, ২৯/১২/২০২১।