আত্মায় বন্ধন প্রানে বন্ধন
বন্ধন হৃদয় জুড়ে
এমন মানুষই বন্ধু হয়
দাঁড়ায় পাশে ঘুরে।

হারাইও না এমন বন্ধু
কোন ভুল করে;
আদর করে রাখো ধরে
ওই হৃদয় কারাগারে।

রক্তের সম্পর্ক সম্পর্ক নয়
সম্পর্ক হয় ভালোবাসায়;
নিজের ভাই ঠকিয়ে নেয়
অন্যরা পরাণ দেয়।

বন্ধু হওয়া বড়ই কঠিন
না বাজলে হৃদয় বীণ
পাবেনা তো  সেই সুদিন
দিয়ে রক্ত শোধিতে ঋন।

২রা মাঘ ১৪২৮,
ইং ১৬/০১/২০২২,
রবিবার বিকেল ৩:৩২। ১৫৭৬, ৩০/০১/২০২২।