ত্রিপুরার আগরতলায় এসে
ধন্য বলে মানি;
মিলনের সূত্র ওই মাতৃভাষা
সব বাঙালিরা জানি।


বন্ধু পেয়ে ধন্য আমি,
বলার ভাষা নাই;
এমন বন্ধু জন্ম জন্মান্তরে
যেন বারে বারে পাই।


এই জনমে পেলাম যাদের
আছে  হৃদয় জুড়ে;
আবার হয়তো হবে দেখা
খানিক পথ ঘুরে।


মায়ের ভাষা মিলিয়ে দিল
কত সুজন বন্ধু;
কুল নাই কিনারা নাই
এ যে মহাসিন্ধু।


বুকের সাথে বুক মিলিয়ে
হৃদয় শীতল হয়;
এমন শান্তি আর পাব না
এই জনমে নিশ্চয়।


বুকের সাথে বুক লাগিয়ে
পেলাম কত ভালোবাসা;
মিলবো আমরা হয়তো আবার
থাকবো নিয়ে আশা।


৩০শে শ্রাবণ, ১৪৩০,
ইং ১৬/০৮/২০২৩,
বুধবার রাত ১০:৫২। ২১০০, ১৯/১০, ১৭/০৮/২০২৩।