বাঙালিরা আজ দ্বিধা বিভক্ত
ধর্ম, বর্ণ, জাতে;
ভাগ করে সব শেষ করে দিল
হিংসার প্রতিঘাতে।


শিক্ষা দীক্ষায় জ্ঞান গরিমায়
বাঙালিরাই ছিল বড়;
ক্ষুদ্র স্বার্থে শত্রুর সাথে
স্বার্থান্বেষী হল জড়ো।


ঐ বাঙালির ঐতিহ্য ভূলুণ্ঠিত
নিজেদের পাপের ফলে;
শাস্তি পাচ্ছে চেতনশীল তাই
জ্ঞান গেল সব জলে।


স্বর্ণ শিখরে ছিল যে বাঙালি
আজ পদতলে লুণ্ঠিত;
নিজেদের দোষে শত্রুর রোষে
আজ তাঁরা বিড়ম্বিত।


বাঙালির মান বাঙালির জ্ঞান
চেতনা ফিরবে কবে?
হবে কি ধন্য দিতে প্রামাণ্য
চেতনা ফিরিবে যবে?


৪ঠা আষাঢ়, ১৪৩০,
ইং ২০/০৬/২০২৩,
মঙ্গলবার সকাল ৮:৫৪। ২০৪৫, ২১/০৬/২০২৩।