রবির বাংলা, নজরুলের বাংলা,
           এই বাংলা চৈতন্যের;
লালন বোঝাল, অভাব শেখালো,
               ওই ধর্মীয় দন্যের।

পারিনি বুঝিতে, পারিনি শিখিতে,
              তাঁদের মর্মবাণী;
হয়েও বাঙালি, তাঁদের উত্তরসূরি,
             গান কবিতা শুনি।

আমরা বলি আর আমরা শুনি
              ব্যক্তি স্বার্থের কথা;
ব্যক্তি ভাবনায়, ব্যক্তি যাতনায়,
               পাই হৃদয়ে ব্যথা।

অসাম্যের কথা, বাঙালির ব্যথা,
                যুগযুগান্তর ধরে;
ওই ব্যথাতুর প্রাণ, পায় বুঝি ঘ্রাণ,
                হৃদয়ে আপন করে।

যদি কালের তালে, চেতনার হালে,
                 বিবেক কথা কয়;
সামাজিক আসরে, ভাবনার বাসরে,
                  থাকেনা আর ভয়।

চেতনার শীর্ষে বাঙালিরা বসে,
             আধ্যাত্ম ভাবনায়;
বর্তমানের হাতে, আঁধার রাতে,
            যেন বিপথে না যায়।

২১শে  পৌষ ১৪২৮,
ইং ০৬/০১/২০২২,
বৃহস্পতিবার সকাল ৯:৩৫। ১৫৫৩, ০৬/০১/২০২২।