ছন্দ তাল লয় নিয়ে,
           বাংলা কবিতার শুরু;
সুর তান সবই আছে,
                নয় তারা ভীরু।


গদ্য পদ্য শব্দ চয়ন,
              ছন্দ তালে চলে;
প্রকৃতির সত্য রূপ কবি,
            কবিতায় যে বলে।
            
বাংলা কবিতার তিন ছন্দ,
            স্বরবৃত্ত বা দলবৃত্ত,
আর দ্বিতীয় হল মাত্রাবৃত্ত,
         তৃতীয় সে অক্ষরবৃত্ত।


স্বরবৃত্ত বা দলবৃত্ত,
      শব্দাংশ ছাড়া কিছু নয়;
মুক্ত দল আর রুদ্ধ দল,
    দলবৃত্তের ছন্দে প্রাণময়।


যদি থাকে স্বরবর্ণ,
           বাক্যাংশের শেষে;
তাকে বলে মুক্তদল,
             ছন্দের আবেশে।


ব্যঞ্জনবর্ণ থাকিলে শেষে,
       বলবো তারে রুদ্ধ দল;
এই দলের প্রতিক্রিয়া নাই,
    এটা কবিতায় ছন্দের ছল।


স্বরবৃত্ত বা দলবৃত্ত ছন্দে,
  ঘোড়ার মত টগবগিয়ে চলে;
চার পায়ে চার মাত্রা,
     স্বরবৃত্তের ছন্দ তাই বলে।


নৃত্য চপ্পল ছন্দ পাগল,
        দুই বাক্যে ছন্দ মেলে;
শ্রুতিমধুর হয় যে তারা,
       শব্দ বিন্যাস এর ফলে।


যুক্তাক্ষর যদি থাকে,
       কবিতার আদি লাইনে;
মাত্রাবৃত্ত তাকে বলে,
             সুর লয়ের তানে।


বিজোড়ে বিজোড় গাঁথে
           জোড়ে গাঁথে জোড়;    
অক্ষরবৃত্ত এমন ছন্দ,
              কেটে যায় ঘোর।


স্বরবৃত্ত শিশুর মত,
               উচ্ছল ও চঞ্চল;
আর মাত্রাবৃত্ত মধ্যলয়
            যেন সবুজ অঞ্চল।


অক্ষরবৃত্ত সুর ময়,
       প্রবীনের সৃষ্টির সুধায়;
রূপ রস সব লয়ে,
           এই জগৎ মাতায়।


২৭ শে অগ্রহায়ন, ১৪২৫,
ইং ১৪/১২/২০১৮,
শুক্রবার বেলা ৩,৩০ মি: ৬৭০ তাং ০৯/০১/২০১৯।