ভালো থাকো তোমরা সবাই
শুধু এই কথাটুকুই বলি;
পাপ এবং পাপীকে যেন
সবাই দূরে রেখে চলি।


সমাজ কলুষিত করল ওরা
সেই কর্কট রোগের মত;
যদি পারো ছেটে বাদ দাও
সমাজের ওই পাপীতাপি যত।


তোমরা যাদের রেখে যাবে
তাঁরা বাঁচবে কেমন করে;
সততা আর ন্যায় বোধ
রাখুক ঐ ভবিষ্যৎকে ঘিরে।


আজ আছি কাল রবো না
আমাদের চলেই যেতে হবে;
থাকুক পরে আমাদের স্মৃতি
ন্যায় ও সত্যের মাঝে তবে।


বড় কঠিন এই প্রতিজ্ঞা
আমাদের হতে হবে মানুষ;
ন্যায়বোধ সবার চাইতে বড়
ভাবো  আমরা নই ফানুস।


৯ই পৌষ, ১৪২৯,
ইং ২৫-১২-২০২২,
রবিবার বেলা ১:০৭। ১৮৬৮, ২৬-১২-২০২২।