সুন্দর গায়ের ছবি  ঐ এঁকেছেন মোদের কবি
         সেই অতীতের স্মৃতি ধরে;
প্রকৃতির রোষানলে   দেখি চারিদিক শুষ্ক ওরে
          ওই আগুনের হল্কা ঝরে।


মাটির সোধা গন্ধ     এখন প্রকৃতিতে নাই ছন্দ
           হলো সবুজ আজ মরুভূমি;
নদীনালা শুষ্ক তাই      দেখ পুকুরেতে জল নাই
                দায়ী তুমি আর আমি।


প্রকৃতি ধ্বংস করে      কত  ফসল তুলেছি ঘরে
                ভবিষ্যতের কথা ভাবি নাই;
স্বার্থের লোভে পড়ে         আপনদের  শত্রু করে
                  আজ দাঁড়ায়ে হেথায় তাই।


পাখিদের আনাগোনা         ছিল না হেথায় মানা
                   কোথায় গেল তাঁরা চলে?
আমাদের পাপের ফল          শুষ্ক আজ ধরাতল
                    প্রচেষ্টা সবই যায় জলে।

অতীতের সুন্দর মন           ধ্বংস হলো করি রণ  
                 অর্থ আর ক্ষমতার লোভে;
সত্যের নাই ঠাঁই                ভরে মিথ্যার ভরা তাই  
                  দেখ ওই চারিদিকে শোভে।


কি রেখে যাবো মোরা         শূন্য কঠিন শুষ্ক ধরা  
                 আমাদের ভবিষ্যতের তরে;
ওরা শুনিবে না কোনদিন  প্রকৃতির প্রেমের বীন
                 প্রাণের ছোঁয়ায় আপন করে।


ওই হিংসা দেশে ভরা, দেশের শাসক শোষক যারা
             আপন ভাবে না এই জনগণে
ধ্বংস তাই তরান্বিত     আপন মুকুরে প্রতিবিম্বিত
                  চেতনায় ধনে জনে মনে।


১৬ ই জ্যৈষ্ঠ, ১৪৩০,
ইং ৩১/০৫/২০২৩,
বুধবার সকাল ৮:৫৪। ২০২৬, ০১/০৬/২০২৩।