বেহায়ার থাকে না হায়া
তাই যেমন খুশি বলে;
বেগুনের গুণের প্রকাশ
ঐ নানান ভাবেই চলে।


সংকীর্ণ তাঁদের জ্ঞানের পরিধি
তাহাই শীর্ষে তুলে ধরে;
আগুনের মাঝে বেগুন পোড়ায়
ওরা একটু একটু করে।


তাঁরা নিজেদের ভাবে জ্ঞানীগুণী
অর্থনীতি সাহিত্য ও বিজ্ঞানে;
এর মুখের কথা ওর মুখে লাগায়
রাখতে গিয়ে বক্তব্য সজ্ঞানে।


তাঁরা ইতিহাসের পাতায় ঘোরে
নিজের স্বার্থের ভাবনা নিয়ে;
যেমন খুশি তেমন বলতে পারে
জনগণের হাসির উদ্রেক করে।


চালাক দেখো কেমন তরো
শিক্ষা মন্ত্রী, শিল্পমন্ত্রী হয়;
তারপরে আবার চুরির দায়ে
মন্ত্রী জেলের ভাত খায়।


এরা যদি নেয় শাসনের ভার
বলতো কেমনে দেশ চলে?
লাজ লজ্জা গিলে খেয়েছে
দেশের জনগণ তাই বলে।


২৭ শে ভাদ্র, ১৪৩০,
ইং ১৪/০৯/২০২৩,
বৃহস্পতিবার রাত ১১:৩৩। ২১২৯ , ১৯/৭০, ১৫/০৯/২০২৩।