নির্জনে থাকি একা একা বসি
দেখি দিকে দিকে;
মানুষ টানে শ্বাস ছাড়ে নিঃশ্বাস
মুখটা কেন ফিকে?


বায়ুতে আজ অম্লজানের অভাব
জোগাবে তাহা কে?
সব বুঝি ওই নিঃশেষিতের পথে
ব্যক্তি স্বার্থে যে।


যারা কালো সাদা করতে গিয়ে
কালি মাখে গালে;
কেমনে তাঁরা নেবেন সেই ভার
ছন্দ বদ্ধ তালে।


তাঁরা যদি হয় শাসকের মাথা
দেশ কি ভাবে চলে?
গালিগালাজ আর খিস্তি খেউড়
তাইতো ওরা করে।


ওদের ভালোর কথা ভাবতে কষ্ট
মন্দ দিয়ে গড়া;
ধ্বংস করছে তাই দেশ ও প্রকৃতি
রুক্ষ হচ্ছে ধরা।


ব্যক্তি স্বার্থে আর গোষ্ঠী স্বার্থে
দেশের স্বার্থ গেল;
এবার মানুষ তুমি মানবতা নিয়ে
সাম্যের পথে চলো।


২১শে পৌষ, ১৪২৯,
ইং ০৬/০১/২০২৩,
শুক্রবার বিকেল ৫:০৩।১৮৮০, ০৭/০১/২০২৩।