শান্তি কোথায় সুখের বাসায়?
         নিত্য নূতন আঘাত হানে;
ওই স্বার্থান্বেষী ঝড়ের হাওয়া,
      ভাসাবে আজ কঠিন বাণে।
        
অসুখ-বিসুখ আর অর্থনীতি,
          কষ্ট বাড়ায় সকল রীতি;
সবকিছু দেখেশুনে তবুও মোদের
           তাদের প্রতি কেন প্রীতি?


ভাবতে হবে বুঝতে হবে,
       সত্যের সত্য কোথায় আছে?
এই আগুনঝরা এমন দিনে,
             যাব আমরা কার কাছে?


ছোট্ট জীবন ছোট্ট পথ,
              শান্তির লাগি পথে ঘুরি;
দুদিনের এই খেলা ঘরে,
              চাইনা মোরা জুরিগাড়ি।


জীবনের এই শেষ বেলায়,
          ওই ভবিষ্যতের কথা ভাবি;
যদি ভালো কিছু দিতে পারি,
          তবেই মঙ্গলময় হবে সবই।


২৬শে পৌষ, ১৪২৭,
ইং ১১/০১/২০২১,
সোমবার সকাল ৯টা।  ১২০৪, ১১/০১/২০২১।


প্রভাতীর শুভেচ্ছা রইল সবার তরে, আনন্দময় এই ভোরে।