নয়ন মুদে দেখতে যে পাই,
            ঐ স্বপ্ন ঘেরা সোনার দিন;
সেই ভবিষ্যতের হাতছানিতে,
             চিরসবুজ হবে হলুদ রঙ্গিন।


অসময়ে ধরার পরে ঝড় উঠেছে,
              বইছে কালবৈশাখী ঝড়;
নৌকার পাল ছিঁড়বে, হাল ভাঙবে,
               ভাঙবে মোদের কুঁড়েঘর।


এমন অন্ধকারে এই কঠিন পথে,
               দুর্যোগের এই নিশুত রাতে;
হাল ধরতে হবে শক্ত হাতে,
                বিকল্প আর নাইরে তাতে।


দেখ চেয়ে সম্মুখে ঐ স্বর্ণ আভা,
                 নবীন সূর্যের নবীন প্রভা;
কঠিন মনে লড়তে হবে যুদ্ধ জয়ে,
                 মুক্তির আলো আনবো বয়ে।


সুসংহত হতে হবে আজ আমাদের,
                 তবেই বন্ধ দুয়ার খুলবে ওরে;
আমরা আলোর বন্যায় ভাসিয়ে দেবো,
                  এই বিশ্বজগত ধরিত্রীরে।


২৫ শে পৌষ, ১৪২৩,
ইং১০/০১/২০১৭,
মঙ্গলবার, বেলা ১১টা। ৭২২তাং  ২৮/০৬/২০১৭।