হিংসা দেশে ভরে গেছে
মোদের এই ধরা;
মানুষ আজ মনুষ্যত্বহীন,
কেমনে মুক্তহবে তাঁরা?


জরা ব্যাধি চারিদিকে,
কুটিল চক্র ঘোরে;
চাণক্যের সেই কূটনীতি,
বিবেক শূন্য করে।


সুখেরদিন শেষ হয়ে যায়,
প্রাণের সরলতা ছেড়ে;
বক্র পথে জগতের মানুষ,
চোখ বুজে ঘোরে।


ভালো-মন্দের নাইরে বিচার,
হেথায় ব্যক্তি স্বার্থই বড়,
মান-হুসের মানুষ হয়ে
কেমনে মনুষ্যত্ব ছাড়?


ভাইয়ে ভাইয়ে মারামারি,
হেথায় রক্তগঙ্গা বয়;
মায়ের কোল শূন্য হয়,
যেন জল্লাদ কথা কয়।


দুঃখ কষ্ট নিয়েই জীবন,
সবাই ভাবো না একবার;
প্রেম বিলালে এই জগৎময়,
মঙ্গল হবে যে সবার।


২২ শে পৌষ, ১৪২৬,
ইং ০৮/০১/২০২০,
বুধবার, বেলা ৩:৫৪। ৮৮১, ১০/০১/২০২০।