এপার থেকে ওপার দেখি,
ভাবি ওপারেতে সুখ;
এই বন্যা থেকে মরুভূমি,
আনবে টেনে দুখ।


জন্ম থেকে মৃত্যু বোধি,
ছোট্ট একটা পথ;
লড়াই করে আমরা বাঁচি,
চালাই প্রাণের রথ।


সুখের খোঁজে কোথায় যাব?
আমরা দিশেহারা;
যেথায় তাকাই শূন্য দেখি;
হই যে পথহারা।


পিতা মাতা সবাই ছিল,
ছিল আপন জন;
আমি আজ সব হারায়ে,
করছি একা রণ।


লড়তে লড়তে পৌঁছে যাব,
জীবন নদীর কূলে;
কোথায় রবে গোর বা চিতা?
নেবে নায়ে তুলে।


১৫ই আষাঢ়, ১৪২৭,
ইং ৩০/০৬/২০২০,
মঙ্গলবার,।   ১০৮১, ২৮/০৭/২০২০।
কবি বন্ধু মো: মফিজুল ইসলাম (মাস্টার) কে
উৎসর্গ করলাম। ভালো থাকবেন কবিবর।