যার নাই মাথা গোঁজার ঠাঁই,
গাছের তলা ভালো তার;
গাছের তলা হলে হারা,
পেতে চাই কুঁড়েঘর।


দেখি ভালোর গতি ঊর্ধ্বমুখী,
ওই সীমাহীন অনন্তের পানে;
সমুদ্রতীরে অস্ত বেলায়,
মন চলে যায় দিগন্তের টানে।


কোথায় শুরু, কোথায় শেষ?
জানি না তো মোরা;
হৃদয় দিয়ে বুঝতে চাই,
প্রাণকাড়া সৌন্দর্যের ধারা।


সেই ভালোকেই বলি ভালো,
প্রাণে যদি জ্বালায় আলো;
আর হৃদয় দিয়ে অনুভবি,
দূর করে মনের কালো।


অহংবোধে বাঁধে না মন,
হয় মুক্ত তার হৃদয় ধন;
মুক্তাকাশে উড়তে গিয়ে,
প্রাণে জাগে অনন্তের গান।


ভালো জন্ম, ভালো মৃত্যু,
ভালো অপরূপ সৃষ্টি ধারা;
অনন্ত এই বিশ্ব মাঝে,
ভালোবাসা ছড়ায় যারা।


দুঃখের মাঝে হাসতে পারে,
প্রাণের কাছে বসতে পারে;
ভালো শুধুই বলি তাঁরে,
থাকে আমার হৃদয় জুড়ে।


১৭ ই আশ্বিন, ১৪২৮,
ইং ০৪/১০/২০২১,
সোমবার সকাল ৬:৫১। ১৪৬০, ০৫/১০/২০২১,