সত্যতে কেউ আনন্দ পায়
কেউ পায় মিথ্যায়;
ভালো কে কেউ ভালবাসে
কেউ মন্দ পথে ধায়।


মনটা ভাই যেমন যাহার
ন্যায় অন্যায় করে;
মানুষ অমানুষের পার্থক্যটা
আসে তাই বিচারে।


নানান মতের নানান মানুষ
নানান ভাবে দেখি;
পোশাক আশাক নানান প্রকার
দেখে দেখে শিখি।


ভালো-মন্দ আর সত্য মিথ্যা
দুই ভাগেতে ভাগ;
একটা বাম একটা ডান
ন্যায় অন্যায়ের দাগ।


ন্যায় অন্যায় চিনতে হবে
নয় ধ্বংস অনিবার্য;
কেন থাকব শেষের আশায়
একি মানুষের কার্য?


৫ ই চৈত্র, ১৪২৯,
ইং ২০/০৩/২০২৩,
সোমবার রাত ১১:১৫। ১৯৫৪, ২৩/০৩/২০২৩।