ভালোরা দেয় ভালোর প্রমাণ
তাঁদের কাজের মাঝে;
মন্দরা সব জটিল করে
লুকায় মুখ লাজে।


সুস্থ পারে করতে সমাধান
জটিল সহজ করে;
অসুস্থরা সহজ জটিল করে
কঠিন পথে ঘুরে।


ভালো মন্দের সেই পার্থক্য
মানুষ বোঝে পরে;
সময় যখন শেষ হয়ে যায়
ক্ষতির পরিমাণ ধরে।


ক্ষতির আঘাত লাগে বুকে
ভীষণ ব্যথা নিয়ে;
এই ব্যথার ব্যথা অনুভবে
শুধুই অন্তঃকরণ দিয়ে।


এই ভাবনাটা আগে করলে
হোতো ক্ষতি কম;
হাসি আনন্দে ভাসতে পারত
নিয়ে স্বচ্ছ দম।


১২ই পৌষ, ১৪২৯,
ইং ২৮/১২/২০২২,
বুধবার বেলা ১২:৩২। ১৮৭৩, ৩১/১২/২০২২।