আমি যদি ভাবি তাঁরে,
প্রাণভরে ভালোবেসে
আসিবে সে আমার ঘরে।

কহিবে গাল ভরা হাসি হেসে,
আপন বুকেতে জড়ায়ে রেখে,
স্বর্গীয় ফুলের মত ভালবেসে।

হবে সবাই অবাক দেখে,
আপন হৃদয়ের উদ্যানে বসে
প্রেমের অঞ্জন চোখে মেখে।

ফুলেতে যেমন ভ্রমর আসে,
প্রিয়ার বুকের মধুর লোভে
হৃদয়ে হৃদয় মিলিয়ে শেষে।

না পাওয়ার কথা বলে ক্ষোভে,
শুধুই ভালোবাসা পাওয়ার লোভে।

২৯শে  পৌষ, ১৪২৮,
ইং ১৪/০১/২০২২,
শুক্রবার বিকেল ৩:৫০।   ২৫৭৩, ২৭/০১/২০২২।