ব্যক্তি প্রেম চাওয়া পাওয়ার,
নৈর্ব্যক্তিক শুধুই দেওয়ার।


ব্যক্তি প্রেম কষ্ট দেয়,
       সারা জীবন না পাওয়ায়;
নৈর্ব্যক্তিক প্রেম আনন্দময়,
    দাঁড়ায়ে যেন খোলা হাওয়ায়।


দিল খোলা ঐ আকাশ তলে,
শুধুই ভালবাসার মানিক জ্বলে।


যে বেসেছে সবারে ভাল,
তাঁরে পায় না ছুঁতে আঁধার কালো।


ভালবাসার এমন খেলা,
দে ভাসায়ে প্রাণের ভেলা,
         ঐ নীল আকাশ তলে;      
বিশ্বজুড়ে দেখবে সবাই,
আমরা সবে ভাইয়েরই ভাই,
  এক হয়েছি প্রাণের দোলায় দুলে।


২৭শে জ্যৈষ্ঠ, ১৪২৫,
ইং ১১/০৬/২০১৮,
সোমবার, ভোর ৭টা।  554 dtd 15/08/18.