ওই ভালোবাসায় দেহ নয়
ভালোবাসায় মন;
সাথে থাকে হৃদয় তাঁহার
অনন্য সেই ধন।


দেহের ক্ষুধা মিটে গেলে
ঘৃণা এসে যায়;
আর ভালোবাসা শুধুই যেন
ঊর্ধ্ব পানে ধায়।


আত্মায় আত্মায় মিলে আত্মা
প্রাণের বন্ধু হয়;
সুখে দুঃখে কাছে থাকে
কভু না হারায়।


জীবন বোধের এমন শিক্ষা
কেউ দেবে না আর
কেবল ভালোবাসাই নিতে পারে
এই জীবনের ভার।


৬ই ভাদ্র, ১৪২৯,
ইং ২৩/০৮/২০২২,
মঙ্গলবার রাত ১২:৩২। ১৮০৫, ৩৪/০৯/২০২২।