ভালোরা ভাবে ভালোর কথা
মন্দ ভাবে না;
মন্দ কেও তাঁরা ভালো ভাবে
পেয়ে দুঃখ যাতনা।


মূর্খ নয় ওদের স্বভাব এটা
করে সুন্দরের খোঁজ;
নিজের ছবি অন্যের মাঝে
দেখতে চায় রোজ।


নয় সম্ভব তাঁদের চাওয়া
তবু পাওয়ার কথা ভাবে;
আর সত্য যদি হত সবই
রইতো না দুঃখ এই ভবে


সুন্দর মন সুন্দর মানুষ
যদি সুন্দর হতো কথা;
এই ধরণীটা স্বর্গ হতো
থাকত না আর ব্যথা।


৪ঠা ভাদ্র, ১৪৩০,
ইং  ২২/০৮/২০২৩,
মঙ্গলবার সকাল ৯:০৮। -২১০৬, ১৯/২০, ২৩/০৮/২০২৩।