ভালোর ব্যবহার ধার্মিকতার
            শ্রেষ্ঠত্বের দাবী রাখে;
ধর্ম-কর্ম জীবের গুণসম,
          আত্মার অন্তরে থাকে।


স্বচ্ছ আত্মার মানুষকেই
         ধার্মিক বলে জানি;
অস্বচ্ছ জটিল যারা,
          পশু বলে মানি।


পশুত্ব কষ্ট দেয়,
       জগতের সকল জীবেরে;
ভালোত্বের ওই ভালোটুকু,
       জীবের অঙ্গে শোভেরে।


মন্দের সেই দায়ভার,
          নেয় না কেউ আর;
ভালোরে জাপ্টে ধরে,
          জীব হৃদয়ে আপনার।


ভালোই শ্রেষ্ঠ মূলধন,
           অন্তরে রাখে সবে;
মন্দ কে সরিয়ে দিয়ে,
          মানুষ সুখী হবে কবে?


ধর্ম-কর্ম ভালো টুকু
         রাখো অঙ্গে জড়ায়ে;
ভালোই দেখাবে পথ,
         হাত দেবে বাড়ায়ে।


২৭ শে আষাঢ়, ১৪২৬,
ইং  ১৩/০৭/২০১৯,
শনিবার, সকাল ১০.৩০। ৭৩৪ তাং ১৩/০৭/২০১৯।