ওই ভালোর সাথী কম,
দুষ্টুর সাথী বেশি,
হিংসা দেশের জগত দেখে
তাই আমরা শিখি।

আজ আমাদের উপায় নাই
তবু সত্যি কারের বন্ধু চাই।

বন্ধু ছাড়া জীবন কারা
অমানুষ হয় শুধুই তারা।
ভুলের মাশুল দিতে দিতে
সময় কোথায় ভাবতে হিতে?

হিত অহিত এর পার্থক্যটা
দিনের আলোয় স্বচ্ছ সেটা।

দুষ্টুরা  তাহা  বুঝতে নারে
পরের বোঝা বয় যে ঘাড়ে।
ওরা ক্ষণিক সুখের তাড়নাতে
দীর্ঘ দুঃখে চায় জড়াতে।

ভালোর সাথে যারা বন্ধু
খুঁজেপায় আনন্দের সিন্ধু।

২০শে পৌষ,  ১৪২৮,
ইং ০৫/০১/২০২২,
বুধবার সকাল ০৭:০১। ১৫৫৫,০৮-০১-২০২২।