ভাষা দিবসে যে আয়োজন
কবিরা করেছেন ঢাকায়;
বাঙালি কবিরা সার্থকতা চায়
ওই সেই বাংলায়।


আমাদের উত্তরসুরি দিয়েছে প্রাণ
রাখিতে বাংলার মান;
কবি কণ্ঠে তাইতো বাজে
বাংলা ভাষায় গান।


সার্থক হউক সুন্দর হউক
বাঙালির সৃষ্টি সুধা;
জেনে ও মুখে মুখে শুনে
মিটাবো প্রাণের ক্ষুধা।


আবেগময় ফুল মালা দিয়ে
পূজীবো মায়ের ভাষা;
ভাইয়ে ভাইয়ে বিভেদ ঘুচায়ে
সার্থক হবে আশা।


১৩ ই মাঘ, ১৪২৯,
ইং  ২৮/০১/২০২৩,
শনিবার বেলা ১১:০৬। ১৯০২, ২৯/০১/২০২৩।