বাইরের দেখা খানিক মিললেও
অন্তরের দেখা নাই;
শৈল্পিক চেতনায় উন্মুক্ত সব
পরেশে তাহারে পাই।


আগুনের ওই লেলিহান শিখা
ভয়াল ভীষণ জানি;
প্রেমের কাছে অশান্ত প্রাণ
শান্ত শীতল মানি।


বাহিরে ভিতরে, মুখে অন্তরে,
আকাশ পাতাল দূর;
মিলাতে পারি না যখন দেখি
বিভিন্নতায় ভরপুর।


আচরণ থেকে ব্যবহারিক জীবন
পার্থক্য হলে পরে;
ওই শান্তির বার্তা যাবে অস্তাচলে
দুঃখ আসবে ঘরে।


ভিতরে বাহিরে সমতায় এলে
উচ্ছল হয় জীবন;
দুঃখের ছোঁয়া থাকেনা হৃদয়ে
শান্তিতে থাকে মন।


২১ শে কার্তিক,১৪৩০,
ইং ০৮/১১/২০২৩,
বুধবার সন্ধ্যা ৫:১২।