আমরা মানুষ হই অমানুষ,
স্বার্থ লোভে উড়াই ফানুস।
অকারনে রক্তক্ষরণ,
অমানুষরাই করে বরণ।
ঈশ্বর নীরব দর্শক নয়,
বিচার হবে সঠিক সময়।


কঠিন বিচার হয় চোখের জলে,
অন্ধ হলেও সত্য একদিন ফলে।
এই জগতে জানি এটাই ধারা,
শাস্তি পাবে অন্যায় করে যারা।
শক্তি দম্ভ থাকে দুই চার দিন,
কষ্ট পাবে বাজলে চেতনায় বিন।


এ যে  সনাতন প্রকৃতিরই ধারা,
বল কে খন্ডাবে ? আমরা শক্তি হারা।
শক্তি দম্ভে উন্মাদ দিশাহীন ছোটে,
দিনের শেষে সত্যিকারের শাস্তিটাই জোটে।
তাইতো বলি জ্বালো চেতনার  আলো,
মুছে ফেলো মনের সকল মলিন কালো।


৫ই জ্যৈষ্ঠ,১৪২৬,
ইং ২০/০৫/২০১৯,
সোমবার, বিকেল চারটা। ৭০০ তাং ২০/০৫/২০১৯।