যেদিন --
অনিশ্চিত জীবনের নৌকা ভাসিয়ে ছিলাম
এই অথৈ জীবন সমুদ্রে,
সেদিন থেকেই হারিয়ে যেতে শুরু
ক্ষণে ক্ষণে, দিনে দিনে, বছরে বছরে,
মোদের পরম আয়ু।


আয়ূ বাড়ার কথা নয় গো বন্ধু,
     তোমার পথে সে যে --
কমতে কমতে একদিন শূন্য হবে,
      সবুজ ফল যাবে মজে।


এমনি করেই নিঃশেষ হবে জীবন,
          কোন এক নীরব নিশুতে;
বিদগ্ধ জীবন হবে সমাপন,
                এইতো লেখা বরাতে।


তাইতো বলি সময় থাকতে
                    কাজ করে যাও তুমি;
সময় গেলে পাবে না আর,
                     এই জননী জন্মভূমি।


৯ই শ্রাবণ, ১৪২৬,
ইং ২৬/০৭/২০১৯,
শুক্রবার, সকাল  ১০.৪৫। ৭৪২, ২৮/0৭/২০১৯।