বিদ্রোহী তুমি বিদ্রোহী,
              বিদ্রোহের রূপরেখা
অযুত সর্পের ফনা তুমি,
              আগ্নেয়গিরির শিখা।


অকুতোভয় সেই তোমার হৃদয়,
            তুমি কালবৈশাখী ঝড়;
ঈশান কোনের কালো মেঘ তুমি,
            ক্ষনপ্রভার মন্দ্রিত স্বর।


গরীব, দুঃখীর দুঃখে কেঁদেছো,  
       সাম্য সমতা দেখ নাই আজও;
বছরের পর বছর গিয়েছে কেটে,
      ভুলে গেছো, না-পাওয়ার লাজও।


এসো তুমি এসো, ফিরে তুমি এসো,
             এসো মায়ের বীরবল;
তোমার তরে প্রিয় দেশের মানুষ,
          আজও ফেলে চোখের জল।


তুমি চেয়েছিলে প্রকৃত স্বাধীনতা,
           আমাদের রক্তের বিনিময়;
পাই নাই মোরা সেই স্বাধীনতা,
            পেয়েছি মিথ্যা পরিচয়।


এসো- বীর, তুমি এসো-
চির বিদ্রোহী তুমি এসো,
           ঝড়-ঝঞ্ঝার বেগে এসো;
পঙ্কিল আবর্জনা ধূয়েমুছে দিয়ে,
শাশ্বত স্বাধীনতাঁর চেতনা নিয়ে,
         প্রিয় দেশবাসীর সাথে মেশো।


রক্ত চেয়েছো আরও রক্ত দেবো,
           দেশের স্বাধীনতার বিনিময়;
বিদ্রোহী, মোরা আছি তব সাথে,
           আমরা পাবনা কিছুতে ভয়।
এসো-বীর, বিদ্রোহী তুমি এসো,
  দেশ আর জনগনকে ভালবেসে তুমি এসো;
তোমাকে বরিতে দাঁড়ায়ে সারিতে,
সবাই ডাকিছে-এসো, এসো, বীর তুমি  এসো।


২৩শে ভাদ্র, ১৪২৫,
ইং ০৯/০৯/২০১৮,
রবিবার, সকাল ৭টা।  580 dtd 12/09/2018.