জানিনা অজয় বিজয় কাদের
এ নয় ক্ষুদ্র স্বার্থের ফল;
কঠিন লড়াই লড়তে গিয়ে
স্বজনের ঝড়েছে অশ্রু জল।


রক্ত  ঘামে পরাণ দিয়ে
ঐ লড়েছি আমরা সবাই ;
দেশমাতৃকার শৃংখল ছিড়ে
আমরা রেখেছি সত্যের বড়াই।


কত শহীদের স্মৃতির কথা
আজ পরছে সবার মনে;
মা হারিয়েছে সন্তান তাঁহার
তাই শুনিতেছি আজ গানে।


আকুল প্রাণ ব্যাকুল হয়
সেই হারানো বন্ধুর লাগি;
ষোলই ডিসেম্বর এলে পরে
সারা রাত্রি থাকি জাগি।


আমিও হয়তো পারতাম যেতে
ওই স্মৃতির খাতায় চলে;
বিজয় দিবসে স্মরণ করিত
আমি শহীদ হয়েছি বলে।


ত্রিশ লক্ষ জীবন দিয়েছে
চার লক্ষ দিয়েছেন ইজ্জৎ
ন'মাসের কঠিন যুদ্ধের শেষে
পেয়েছি এই স্বাধীনতার স্বাদ।


২৯শে অগ্রহায়ণ,১৪২৯,
ইং ১৬/১২/২০২২,
শুক্রবার রাত ১০:৫২। ১৮৫৯, ১৭/১২/২০২২।