যে যায় চলে- যে রূপে,
       সেই রূপে ফেরে না তো আর,
                শুধু রেখে যায় তাঁর স্মৃতি সম্ভার।


পুরানো স্মৃতি সাথে লয়ে,
      চিনিবে না তাঁরে, মানিবে যে হার,
             স্মৃতির পাতায় তাই খোঁজে বারে বার।


অসীম নীলিমায় সে হারিয়ে যায়,
      পায় না দেখিতে তাঁরে দিগম্তের পারে,
              দৃষ্টি পারে না ধরিয়া রাখিতে তাঁরে।


তাঁর স্মৃতি হাতড়ে মরে বুকের ভিতরে,
    উথাল পাথাল প্রাণ, ধ্বনিত তাঁর গানে,
          বিরহীর মর্ম ব্যাথা বাজে মনোবীণার তানে।


"পরিযায়ী ভালবাসা" বিরহীর প্রানের ভাষা
    সেই ভাষা বোঝে না তো কেউ,
       যেন ভাসায়ে নেয় তাঁরে অদৃশ্য ফল্গুধারার ঢেউ।


৩০শে কার্তিক, ১৪২৫,
ইং ১৭/১১/২০১৮,
শনিবার, বিকেল ৪.৩০মিঃ। ৬৪১ তাং ২৭/১১/২০১৮।