প্রতিমা বিসর্জনে বিসর্জিত
জীবন্ত মানুষ পাঁচ,
সাধারণের আনন্দে তাতে
লেগেনি কোন আঁচ।

ভুলের মাশুল দিতেই হবে
পরম সত্যি কথা;
আপনজনেরা হারায় কাঁদে,
নিয়ে বুকে ব্যথা।

হায়রে আনন্দ! হায়রে জীবন!
হায়রে ধন, প্রাণ!
এই ধরার মানুষকে শোনাও
জীবনের কোন গান?

যে-জন হারালো আপনজন,
কাঁদে বুকে আঘাত করে;
আর বলে এমন পূজা যেন,
না ফেরে বারে বারে।

অনেকেই বলবে যুক্তি সহকারে,
মৃত্যু এসেছিল দ্বারে;
ওরা সবে গেল ফিরে,
ঐ উপরওয়ালার দরবারে।

খুন হলেও বলি মোরা তাই,
জীবনের খেলা শেষ,
সহজ সরল মানুষের বোল,
এ যে বিধাতার নির্দেশ।

১০ ই কার্তিক, ১৪২৭,
ইং ২৭/১০/২০২০,
মঙ্গলবার রাত ১১টা। ১১৮৫, ০৯/১১/২০২০।