হর্ হর্ ধর্ ধর্,
       এই কৃষ্ণ গহ্বর;
অন্ধকার এ জগতে-
     কি চাও তুমি বর?


চলে আসো সবে মিলে,
        পর পর পর;
অজানা ছড়ায়ে আছে,
        বিশ্ব চরাচর।


হুইলারের ব্লাক হোল,
         নাম কৃষ্ণ গহ্বর;  
আঁধার ঘেরা গর্ত নয়,
      আলোকিত দেহ তার।


যে বস্তুর কিরণমালা,
      দেয়না সুদূরে যেতে;
রশ্মি শক্তি পরাজিত,
      মহাকর্ষ বলের হাতে।


তার দেহের আলোক রস্মী,
নিজের দেহেই রাখছে ধরে;
            আপন করে।


বস্তু দেহের আলোর ছটা,
     লাগে যদি চোখের পরে;
তবেই তারে দেখতে পাই,
     নিজের মত আপন করে।


অনাবৃত্ত যদিও সে,
      যায়না দেখা ঐ কারনে;
নিত্য শক্তির উপস্থিতি,
      তার ছড়ায়ে এই ভুবনে।


দুরের বস্তুর আলোকরশ্মি,
       যদি না লাগে চোখে এসে;
তবেই হবে সে অন্ধকার,
         তারিই নাম কৃষ্ণ গহ্বর।।    
২২শে শ্রাবণ, ১৪২৪,
ইং ০৮/০৮/২০১৭.
দীপ্তক (ভাইপো)ওর ভাবনা থেকেই এই
লেখা।