মানুষ অমানুষ হলে
এমনটিই তো হয়;
শাসক কুশাসক হলে
সত্য হেরে যায়।
জ্ঞানীগুণী বুদ্ধিজীবী
দেয় মিথ্যারে প্রশ্রয়;
সত্যেরে হারিয়ে দিতে
তাদেরই তো দায়।
বাকিরা সব চুপ্টি করে
ঘরে বন্দি তাঁরা
চেতনা ফেরাতে বলো
বলবে কথা কারা?
শিক্ষা নাই দীক্ষা নাই
নাই কর্ম কাজ;
কুশাসন একেই বলে
এ দুষ্কৃতীর রাজ।
জ্ঞানকে অজ্ঞান বলে
ওই সত্যকে মিথ্যা;
আর শত চেষ্টা করেও
প্রচেষ্টা হয় বৃথা।
গভীর খাদের পাশে
দাঁড়ায় দেশ, জাতি;
দয়া মায়া নাই কারো
কে কার জ্ঞাতি?
মান হুশ হারায়েছে
মানুষ আর কোথা?
মতবাদী ধর্ম ধরে
পাই বৈষম্যের ব্যাথা।
যবে বুঝবে মানব ধর্ম
মনুষ্যত্ব তার নাম;
ভুলবে আল্লাহ, ভুলবে রাম,
হবে জগৎ শান্তিধাম।
১লা বৈশাখ, ১৪৩২,
ইং ১৫/০৪/২০২৫,
মঙ্গলবার বিকেল ৪:৪০।২৭০৫,
২৫/৮৯, ১৬/০৪/২০২৫।
The Ache of Inequality
(Rhythms Stirred by Grief)
Jagrata Bibek
When man turns beast in human guise,
Truth is lost, and justice dies.
When rulers rule with wicked might,
They drown the voice that seeks the right.
The scholars, wise in name alone,
Protect the lies, let truth be gone.
With silent lips and blinded eyes,
They feed the fall of what is wise.
The rest retreat to darkened room,
Wrapped in fear, confined by gloom.
Who will speak? Who dares to stand
To rouse the soul of this silent land?
No light of learning, no noble deed,
No fruitful toil, no righteous creed.
This is how misrule begins—
A throne is built on a nation’s sins.
They call the wise a foolish one,
Say truth is false, and wrong has won.
Though countless try with all their will,
Their voices fade, their hope stands still.
By the edge of a shadowed deep,
The land and people slowly creep.
No one cares, no ties remain—
Just empty hearts and deeper pain.
Sense and reason stripped away,
Where is man in this dark day?
Bound by dogmas, blind and numb,
We taste the ache of what we've become.
But once we learn the human name,
Beyond all gods, beyond all fame—
Forget the idols, rise above,
And fill the world with peace and love.
1st Boishakh, 1432
15 April 2025,
Tuesday, 4:40 PM¹1