বোকা হয়ে থাকাই ভালো
চালাক হলে বিপদ;
ঐ দলবদলে মান সম্মান,
বিদায় বেলার শপথ।


নিজের পাপকে ঢাকবে বলে,
এ কোন অন্ধকারের খোঁজ?
চক্ষু মেলে দেখো চেয়ে
তোমায় দেখছে মানুষ রোজ।


টাকা কড়ি রাখবে কোথায়?
তোমার সীমানাটা যে ছোট্ট;
কালো জিনিস সাদার লাগি,
আছে মন্দিরের ওই ভট্ট।


জানি ঘুরেফিরে সকল টাকা
আসবে তোমার হাতে;
কমিশনটা যে দিতেই হবে,
হয়তো অমাবস্যার রাতে।


ভয়ে ভয়ে থাকবে তুমি
জীবনে মুক্তি পাবে না;
সত্যের পথ সহজ পথ
মিথ্যায় কভু মিলবে না।


২০ শে চৈত্র,১৪২৭,
ইং ০৪/০৪/২০২১,
রবিবার রাত ১১:৫৩। ১২৭৮, ০৫/০৪/২০২১।