বইয়ের সাথে কথা বলি
বউয়ের সাথে নয়;
জীবনটা যে শেষের পথে
পাইনা আর ভয়।


হয় আজ না হয় কাল
যেতেই হবে চলে;
প্রাণের প্রিয় অর্ধাঙ্গিনীকে
অথৈ জলে ফেলে।


ভাবতে গিয়ে অশ্রু আসে
দুই নয়ন ছেপে;
যদি আমার আগে সে যায়
বুকটা ওঠে কেঁপে।


ছোট্ট বৃত্তে থাকবো একা
অন্ধকার দেখি চারিদিকে;
এই বয়সে আর কোনদিন
হবে না আঁধার ফিকে।


শব্দ জালে সাজাই শুধু
আমার মনের কথা;
লিখি ছন্দবদ্ধ এই কবিতা
কেবল মনের ব্যথা।


২৪শে অগ্রহায়ণ, ১৪২৯,
ইং ১১/১২/২০২২,
রবিবার রাত ১২:২৩। ১৮৫৪, ১২/১২/২০২২।