বৃষ্টিভেজা সকাল
জানালায় বসে দেখতে ভালো লাগে;
কভু রোদ, কভু মেঘ,
ওই প্রকৃতি আপন আনন্দে জাগে।


জৈষ্ঠ্যের শেষে আসছে আষাঢ়
চারিদিকে জলে থই থই;
দলবেঁধে হাঁস ভাসে জলে,
তারা করছে খেলা ওই।


সবুজে সবুজে ভরেছে ধরণী
আবেগে আবেগে হৃদয় বরণী
মাঝিরা ধরেছে ভাটিয়ালি গান
ভাসায়ে নদীতে ওই তরী খান।


ধরে হাল, তুলে পাল,
ওরা যাবে ভেসে ঐ কোথা?
মনের আবেগে গান গেয়ে যায়,
বুকে লয়ে কত ব্যথা।


এমন দিনে প্রিয়ারে তাঁহার
কাছে পেতে চায় মন;
তবুও তাহারে ছাড়িতেই হবে,
সম্মুখে জীবনের কঠিন রণ।


হায়রে জীবন, হায়রে মরন,
এমন ভালোবাসা কেন দিলে?
আগুনে পুড়ে সব শেষ হবে,
সবই তো ফিরায়ে নিলে।


রেখে গেলে শুধু বুকের কান্না
আর নয়ন ভরা জল;
চারিদিকে আজ তাহাই বুঝি,
ঐ করে বুঝি টলমল।


শুভ সকাল।
১ লা আশায়, ১৪২৮,
ইং ১৬/০৬/২০২১,
বুধবার সকাল ১১:৫৭ ১৩৫২, ১৮/০৬/২০২১