বৃষ্টি রানীর সৃষ্টি সুধায়,
অশ্রু ঝরে চোখে;
অনুপম ঐ সৃষ্টি তোমার,
বক্ষ ভাসে দুঃখে।

কোন কালে ফেলে এসেছি
সবুজে ঘেরা গাঁ;
কত মধুর স্মৃতি পড়ে আছে,
ভোলা যায় কি তা?

বৃষ্টির জলে ভেসে যেত,
থৈ থৈ চারিধার;
নৌকায় করে বন্ধুর বাড়ি,
হতাম মোরা পার।

বৈঠা বেয়ে যেতাম মোরা,
অনেক অনেক দূর;
ধানের ক্ষেতে শুনতে পেতাম,
ওই ভাটিয়ালি সুর।

বুকের মাঝে কত কথা
হোতই না তো শেষ;
অনন্য সুন্দর সেই প্রকৃত
আছে আজও রেশ।

৫ই ভাদ্র ১৪২৭,
ইং ২২/০৮/২০২০,
শনিবার সকাল ৭:৪৬।  ১৭০৪, ০৮/০৬/২০২২।