বুদ্ধি বিক্রি করে যারা জীবন ধারণ করে,
তাঁরা মনে প্রাণে ব্যবসায়ী, বুদ্ধিজীবী নয়;
যারা চেতনার আলোতে বুদ্ধি মানুষকে বিলায়,
তাঁরাই জগতে বুদ্ধিজীবী বলে সম্মানিত হয়।


অন্যের প্রভাবে প্রভাবিত, ব্যক্তিহিতের তরে,
ব্যক্তি ভাবনায়, ব্যক্তি চিন্তায়, আলো খূঁজে মরে,
তাঁদেরকে কেমন করে বুদ্ধিজীবী বলে?


জগতের মঙ্গলতরে- যে নিখাদ আলো,
এতদিন ছিল হৃদয়ের গভীর গহ্বরে;
আপন চেতনায় জগতের হিতের তরে খূঁজে মরে,
সত্যের সন্ধানে, মৃত্যুভয় ছাড়ি, সমষ্টির তরে,
তাঁরা ছাড়া- বুদ্ধিজীবী বলি কারে?


প্রভাবহীন মুক্তমনে, যে মানুষেরা আলো খুঁজে পায়,
সে আলোই জগৎময় মুক্তা ছড়ায়।
জীবনকে অন্ধকার থেকে নিয়ে আসে আলোর আনন্দধারায়;
সেই মহামানবেরাই বিশ্বসভায় বুদ্ধিজীবী বলে স্বীকৃতি পায়।


৪ঠা বৈশাখ,১৪২৪,
ইং ১৮/০৪/২০১৭,
মঙ্গলবার, রাত ১টা