জানি নাই যারে, বুঝি নাই তাঁরে,
      ভাবি নাই তাঁর কথা;
সংসারে এসে শুধুই আবেগে ভেসে,
     বুঝি নাই তাঁর ব্যথা।


কেবল নিজের সুখ, নিজের দুখ,
    ভাবনায় ছিল যে শুধু;
এই সংসার জ্বালা পরানের মালা,
    ভাবিনি তো আমি বঁধু।


কতটুকু দিলে আর কতটুকু নিলে,
    বাজবেনা ব্যথার শাঁখ;
আপনার হিয়া অপরকে দিয়া,
    কেমনে বাঁধিব রাগ?


হিসাবের খাতা, পরানের ব্যথা,
    শূন্য না হলে ওরে;
পরানের জামিনি ফোটায় না কামিনী,
     সুগন্ধে নাহি ভরে।


১৯শে ভাদ্র, ১৪২৫,
ইং ০৫/০৯/২০১৮,
বুধবার, রাত১২.৩০মিঃ। 581 dtd 13/09/18.