কষ্ট হলেও বুঝতে হবে,
না হলে আর বুঝবে কবে?
সময় যে ভাই চলে যায়;
বাঁধতে হবে বেহায়া মনটাকে,
কঠিন চোখের জলের সন্তাপে,
কালের গতি ঐ যে ধায়।


সময় গেলে পাবে না আর,
পড়ে রবে এই সকল ধার,
ঋণের বোঝা বেড়েই যাবে;
আলোর পথে আঁধার বোঝা,
তাহা সরানোটা নয়তো সোজা,
বীরের মতো আর হবে কবে?


লড়তে হবে জিততে হবে,
সকল বোঝা নামাতে হবে,
দুঃখ নিয়ে থাকলে চলবে না;
রাতের পরে আসবে দিন,
শোধ দিতে হবে সকল ঋণ,
আর জীবনে দুঃখ করবে না।


১৭ ই বৈশাখ, ১৪২৭,
ইং ৩০/০৪/২০২০,
বৃহস্পতিবার বেলা ১২:২৩।  ১০০৮, ১৬/০৫/২০২০।