যখন ছোট্ট ছিলাম ছিলাম ভালো,
             প্রাণ খুলে ছুটতাম কত;
সবুজ খেতের আলটি ধরে,
                সবাই মিলে মনের মত।


আজ কোথায় যেন হারিয়ে গেল,
         প্রভাত বেলার সেই সে আলো;
অস্ত বেলায় মিলিয়ে গেল,
           নিরব দিঠের সকল ভালো।


খুঁজে আর পাইনা কিছু,
ছুটি শুধুই কালের পিছু,
           আজ সকল পিছে ফেলে;
আপন পর সব ভুলে যাই,
বিবশ প্রাণে ছুটছি যে তাই,
        আবছা আলোয় দৃষ্টি মেলে।


কোথায় গিয়ে হবে যে শেষ,
থাকবে না আর কোনো রেশ,
                মিলিয়ে যাব অন্ধকারে;
আপন পরের সকল ধাঁধা,
নিরবে বসে শুধুই কাঁদা,
               বুঝতে নারি আপনারে।


২৪ শে পৌষ, ১৪২৭,
ইং ০৯/০১/২০২১,
শনিবার সকাল ৮:৩০।  ১২০৩, ০৯/০১/২০২১।