স্রষ্টার সৃষ্টি এই জগৎটা,
বুঝে ও মোরা বুঝিনা তা।
ধান্দাবাজি করছি মোরা,
ছুটিয়ে দিয়ে স্বার্থের ঘোড়া।


স্বার্থ ছাড়া নাই কিছু আর,
মানত করি তাই বারবার;
সোনা দেবো রুপো দেবো,
সব সৃষ্টি ওই যে তাঁহার।


পরের ধনে পোদ্দারি মোর,
সেই মিথ্যাচারের কাটেনা ঘোর।
তাঁরই ধন তাঁরে দিয়ে,
সাধু সাজি সকল নিয়ে।


খুনখারাপি কাঁপে না হাত,
বিশ্বকে তাই করছি মাত।
আমার মত ক'জন পারে,
সত্য ছেড়ে মিথ্যা ধরে?


মন্দির-মসজিদ করে দেবো,
তার বিনিময় সবই পাবো।
মূর্খ যারা মূর্খ থাকুক,
আলোর শেষে আঁধার নামুক।


মিথ্যা দিয়ে করব জয়,
ক্ষমতা মোর, পাই না ভয়।
অমানুষ আমি, মানুষ মারি,
ভাবি আমি পুণ্য করি।


ছলে বলে যেমন করে,
ওই সিংহাসনটা রাখবো ধরে।
ঈশ্বর আমি বুঝে নেবো,
বুকে পদচিহ্ন এঁকে দেবো।


জানবে সবাই আমি ভীষণ,
সবার মনে পাতবো আসন।
পাগল সবাই বেঁচে থাকে,
ঐ ইতিহাসে আসন পেতে।


হিটলার আছে আজও বেঁচে,
ওই ইউরোপের ইতিহাসে;
আমিও যে থাকতে চাই,
দক্ষিণ এশিয়ার মধ্যাকাশে।


২১ শে আশ্বিন, ১৪২৭,
ইং  ০৮/১০/২০২০,
বৃহস্পতিবার সকাল ৮টা। ১১৫৪, ০৯/১০/২০২০০।