বাস্তব জগৎ অবাস্তব ভাবনা,
সত্য বাস্তব আমরা ভাবি না।
মিথ্যা দম্ভ ক্ষমতার লোভ,
ব্যক্তি স্বার্থে চেতনার লোপ।


সম্মুখে আসে ভাবনায় ভাসে,
আঁধার কলঙ্ক, মিথ্যারা হাসে।
নগ্ন বাস্তব বুঝিয়া ও বুঝিনা ,
জীবনে ভালোবাসা আর পাবিনা।


করুণার দান হাত পেতে নেই,
হৃদয়ের দান পথে ফেলে দেই।
হায়রে মানুষ, হায়রে চেতনা,
হায়রে দর্প! খর্ব করোনা।


আদি দিগন্ত ভাবনা প্রশান্ত,
খুঁজিতে তাহারে হই শ্রান্ত।
মন ভরে যায় কবিতার বাণী,
যত পড়ি আর যত শুনি।


জাগিবে কি প্রাণ শুনে এই গান?
করিবে কি দান স্বার্থ ছাড়ি?
জগৎ জুড়িয়া চলিতেছে শুধুই,
হিত অহিতের কাড়াকাড়ি।


২৬শে জ্যৈষ্ঠ, ১৪২৬,
ইং ১০/০৬/২০১৯,
সোমবার, রাত ১১.৩০। ৭১১ তাং ১১/০৬/২০১৯।